October 22, 2025, 4:18 am

কারিগরি শিক্ষা বোর্ডের সাড়ে ৩ হাজার নিয়োগ স্থগিত

হাসান বিশ্বাস

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুলে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে সাড়ে তিন হাজার জনের নিয়োগ স্থগিত করেছে হাই কোর্ট। একইসঙ্গে তাদের নিয়োগ প্রশ্নে রুলও জারি করা হয়। একটি রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ আদেশ দেয়। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। খবর বিডিনিউজের।

পরে কায়সার কামাল সাংবাদিকদের বলেছেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুলে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (নবম ও দশম গ্রেড) পদে তিন হাজার ৫৩৪ জনের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই নিয়োগ প্রক্রিয়ায় ‘অনিয়ম ও চাতুর্যের আশ্রয় নেওয়ায়’ তা বাতিল চেয়ে তারা রিট আবেদন করেন বলে জানান। তিনি বলেন, আগামী ২৯ জানুয়ারি এই ৩৫৩৪ জনের চাকরিতে যোগদানের কথা ছিল। হাই কোর্টের স্থগিত আদেশের ফলে তারা চাকরিতে যোগদান করতে পারছেন না। নিয়োগবঞ্চিত ১৮ জন পরীক্ষার্থী এ রিট দায়ের করেছেন। রিটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আবেদ আলী চক্রের প্রশ্ন বিক্রির অভিযোগ আনা হয়। রিটে সরকারি কর্ম কমিশনসহ (পিএসসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ