October 22, 2025, 4:18 am

বিয়ের পর তাহসানের ‘একা ঘর আমার’

হাসান বিশ্বাস

ব্যক্তিজীবন নিয়ে কদিন ধরেই আলোচনায় রয়েছেন সংগীতশিল্পী তাহসান খান। এর মধ্যেই এই শিল্পী প্রকাশ করলেন নিজের কথা–সুরে গাওয়া নতুন গান ‘একা ঘর আমার’। এই গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানের ভিডিওতে মডেল হয়েছেন গায়ক–গায়িকা দুজনে। গানটি প্রকাশ হয়েছে অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে। খবর বিডিনিউজের।

গান প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাহসান বলেন, প্রতি বছরই কাজের পরিকল্পনা করি। যদিও গত বছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি। তাহসান জানিয়েছেন বছরের প্রথম মাসের জন্য তিনি চারটি গান করেছেন। এর মধ্যে ‘একা ঘর আমার’ গানটি দিয়ে প্রচার শুরু হলো। গানের প্রেক্ষাপটে তাহসান প্রেম, স্বপ্নভঙ্গের যন্ত্রণা এবং ভালোবাসা–ঘৃণা এই দুই অনুভূতির কথা বলেছেন।

তিনি বলেন, মানুষ যখন কারও প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততোদিনে অনেক বড় ভুল হয়ে যায়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়। এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা–সুর করা।

গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। তারাও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ